মো.স্বপন মজুমদার:
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থীরা আজ (২১ অক্টোবর ২০২৩ খ্রিঃ শনিবার) ফেনী জেলা কারাগার পরিদর্শন করেন এসময় ফৌজদারি বিচারিক প্রক্রিয়ায় কারাবিধির উপর একটি লেকচার অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা কারাগারের কনফারেন্স রুমে ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগ ও ফেনী জেলা কারাগার এর যৌথ উদ্যোগে লেকচারটি অনুষ্ঠিত হয়।
ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপত্বিতে এতে জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন এবং ডেপুটি জেলার মোহাম্মদ সাইমুর উদ্দিন বক্তা হিসেবে ফৌজদারি বিচারে কারাবিধির ভূমিকার উপর আইন বিভাগের শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় হাজতি ও কয়েদি হিসেবে কারাগারে যেসব বন্দীরা আসে তাদের সংরক্ষণ করা, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের সাথে সমন্বয় স্থাপন করা এবং অপরাধীদের সংশোধনাগার হিসেবে কারাগারের ভূমকি নিয়ে আলোকপাত করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে নানা নথিপত্র উপস্থাপন করে হাতে কলমে বুঝিয়ে দেয়া হয়।
এসময় আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ তাদের শিক্ষা কার্যক্রমে প্রায়োগিক জ্ঞানের উপর অগ্রাধিকার দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আজকের এই সেশন।
তিনি আরও বলেন, এই লেকচারের মাধ্যমে শিক্ষার্থীরা ফৌজদারি মামলায় জেল কোড অনুযায়ী বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের সাথে কারা কর্তৃপক্ষ কিভাবে সমন্বয় সাধন করে শিক্ষার্থীরা তার একটি স্বচ্ছ ধারনা পাবে।
পরিশেষে শিক্ষার্থীদের জন্য এরকম সুযোগ করে দেয়ার জন্য ফেনীর জেলা কারা কর্তৃপক্ষ এবং জেল সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।