মো.স্বপন মজুমদার :
দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফেনী পৌর ১৮নং ওয়ার্ড ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার ফেনী পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরফাত রাজু ও সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এম এ আরমান হোসেন কে সভাপতি ও আসিফ জাহিন নিহাল কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ১৬/মে/ ঘোষণা করা হয়।
কমিটির সদস্য হলেন-
১/ সভাপতি এম এ আরমান হোসেন।
২/সহ- সভাপতি মো.মেহেদী হাসান।
৩/সহ- সভাপতি ইবনুল শাহীন শাওন।
৪/সহ- সভাপতি মো.এমরান হোসেন ভুইয়া।
৫/সহ- সভাপতি তানজিদ আহম্মদ তিশান।
৬/সহ- সভাপতি আস্রাফুল ইসলাম নিহাদ।
৭/সাধারণ সম্পাদক- আসিফ জাহিন নিহাল।
৮/যুগ্ম সাধারণ সম্পাদক- আজহারুল ইসলাম চৌধুরী (রাতুল)।
৯/যুগ্ম সাধারণ সম্পাদক- রাকিবুল ইসলাম।
১০/যুগ্ম সাধারণ সম্পাদক- তানজিদুল ইসলাম তানজিদ।
১১/সাংগঠনিক সম্পাদক- মো. জিদান হোসেন।
১২/সাংগঠনিক সম্পাদক- মিথুন পাটোয়ারী।
১৩/প্রচার সম্পাদক- নুরুল আলম রাব্বী।
১৪/দপ্তর সম্পাদক- সুলতান হায়দার ইসমাঈল।
১৫/গ্রন্হনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- ঈমাম হোসেন রনি (আদর)।
১৬/শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক- শাওন হাওলাদার।
১৭/সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- আরমান হোসেন।
১৮/সমাজ সেবা বিষয়ক সম্পাদক- নাজমুল হোসেন রিফাত ইমন।
১৯/ক্রীড়া বিষয়ক সম্পাদক- নুর হোসেন রাসেল (আনন্দ)।
২০/পাঠাগার বিষয়ক সম্পাদক- আবু বক্কর ছিদ্দিক।
২১/তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- আকিবুল হাসান মেহদী।
২২/অর্থ বিষয়ক সম্পাদক- সৈকত হোসেন।
২৩/আইন বিষয়ক সম্পাদক- আকাশ হোসেন সাব্বির।
২৪/পরিবেশ বিষয়ক সম্পাদক- মো.সাইফুল হাওলাদার।
২৫/বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- হৃদয় রায় সূর্য।
২৬/ধর্ম বিষয়ক সম্পাদক- মো. ওসামা।
২৭/গণ শিক্ষা বিষয়ক সম্পাদক- মো.শাকিল।
২৮/ ক্রাণ ও দূর্যোক বিষয়ক সম্পাদক- আরফাত হোসেন।
২৯/সহ সম্পাদক- ওমর ফারুক রিমন।
৩০/সহ সম্পাদক- মো. সাইদ সৈকত।
৩১/সহ সম্পাদক- মীর মেহেরাব হোসেন (নিরব)।
৩২/সহ সম্পাদক- রোমান ইসলাম।
৩৩সহ সম্পাদক- রাকিবুল ইসলাম।
৩৪/সদস্য- জাহিদুল ইসলাম (ইপক)।
৩৫/সদস্য- তানিম হোসেন।
৩৬/সদস্য- ইস্রাফিল সৈকত।
৩৭/সদস্য- মেহদী হাসান ভুইয়া।
৩৮/সদস্য- গোলাম মোরশেদ খান (রিমন)।
৩৯/সদস্য- নাঈম হোসেন।
৪০/সদস্য- মোহাইমিনুল ইসলাম (মাহি)।
৪১/সদস্য- মো. রিমন।