ফের ২ দিনের রিমান্ডে হাজী সেলিমের ছেলে ইরফান
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে ফের ২ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে গত বুধবার ইরফান সেলিমকে ৩ দিনের রিমান্ড দেন আদালত।
গত রোববার রাতে রাজধানীর কলাবাগানে হামলার শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ। রাতেই ধানমন্ডি থানায় মামলা করেন তিনি। পরদিন র্যাবের অভিযানে লালবাগের বাসা থেকে অনুমোদনহীন মদ ও অবৈধভাবে ওয়াকিটকি উদ্ধার হয়। এতে ইরফান ও জাহিদকে এক বছর করে জেল দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা দক্ষিণ সিটির ৩০ ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় ইরফান সেলিমকে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com