সুনামগঞ্জ প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়া মহসিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. ফয়সল আহমদ জানান, রনসি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থানায়, আইসিটি আইনে মামলা করেন, এসআই মাহবুব মোর্শেদ।
তদন্ত ভার দেয়া হয়েছে, আরেক এসআই লিটন চন্দ্রনাথকে। গত রোববার ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন, মহসিন তালুকদার।