বিশেষ প্রতিবেদক:
বগুড়া সদর উপজেলায় নিশিন্দারা ইউনিয়নের এক নারী সদস্যকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
নারী ইউপি সদস্য কল্পনা ইয়াসমিন ও চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রায় দেড় মাস আগে পালিয়ে গেলেও সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার নওদাপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) নারী আসনের (সদস্য) মহিলা মেম্বার কল্পনা ইয়াসমিনের বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। এতে তাদের ভেতরে পরকীয়ার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করেন প্রতিবেশীরা। গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শহিদুল ইসলাম ও কল্পনা ইয়াসমিন নিখোঁজ হন। পরে নারী ইউপি সদস্য কল্পনার স্বামী রফিকুল জানতে পারেন, চেয়ারম্যান তার স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছেন।
রফিকুল বলেন, শহিদুল চেয়ারম্যানের সঙ্গে মোবাইলে কথা হয়েছে, কল্পনাকে তিনি বিয়ে করেছেন। এ বিষয়ে বাড়াবাড়ি না করতে হুমকিও দিয়েছেন শহিদুল।
রফিকুল আরও বলেন, ‘তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে লোক লজ্জার ভয়ে এতদিন নীরবে অপেক্ষা করেছি। নিজের ভুল বুঝে যদি পুনরায় ফিরে আসলে তাকে ঘরে ফিরিয়ে নেব।
এ বিষয়ে শহিদুল চেয়ারম্যানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com