মো. স্বপন মজুমদার:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্কুল বাহরাইনের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন।
বাংলাদেশ সরকারের ৪০ কোটি টাকা অর্থায়নে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্কুল বাহরাইন" এর নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দেশটির আ,আলী শহরে স্কুলের নিজস্ব ভূমিতে স্থানীয় সময় সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি,
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.আহমেদ মুনিরুছ ছালেহীন।
এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক মো. হামিদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস ও নির্বাচিত নির্মাণ প্রতিষ্ঠান Almoayyed & Paruco কোম্পানির প্রধান
জামাল আল-মুঈদ এর মধ্যে চুক্তি সাক্ষর সম্পাদিত হয়।
দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েছ,
প্রথম সচিব ইলিয়াছুর রহমান, শ্রম সচিব মাহফুজুর রহমান, তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন,
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাহরাইন সরকারের পররাষ্ট্র এবং
শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন,
স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী,
ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার জায়নুল আবেদীন, ফুয়াদতাহের শান্তনু,
আইনুল হক, জালাল উদ্দিন, প্রিন্সিপাল অরুন নায়ার,
সিআইপি সফিউদ্দিন আহমেদ, সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী,
সাংবাদিক, বাংলাদেশ কমিউনিটি এবং স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগহন করেন।
বহু প্রতীক্ষার পর নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় আনন্দিত স্কুলের ছাএ ছাএীরা,
এসময় ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়,
বাংলাদেশ সরকার ৪০ কোটি টাকা অর্থায়ন দেয়ার জন্য
প্রধানমন্ত্রী'র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা
ও ধন্যবাদ জানান স্কুলের অভিভাবক ও বাংলাদেশ কমিউনিটির নেতারা,
সবার সহযোগিতা পেলে অল্প সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করেন তারা।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com