আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূর বিষপান

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূর বিষপান

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া এক নববধূ (১৭) সোমবার সকালে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্যাতনের শিকার নারীর জবানবন্দি নিতে সর্বশেষ রাত ৯টায় কাজিরহাট থানা পুলিশের একটি টিম হাসপাতালে অবস্থান করছিল। তিন মাস আগে এক যুবকের সঙ্গে বিয়ে হলেও ওই গৃহবধূ ঘটনার সময় আন্ধারমানিক ইউনিয়নে তার বাবার বাসায় অবস্থান করছিলেন।

অভিযুক্ত ধর্ষণকারীরা হচ্ছে কাজিরহাটের বাসিন্দা হালান আকনের ছেলে নাজমুল হোসেন, দুলাল বেপারীর ছেলে বাবু বেপারী এবং হাসান ফকিরের ছেলে রাজিব ফকির।

নির্যাতনের শিকার নারীর ভগ্নিপতি আবু বক্কর জানান, রবিবার গভীর রাতে প্রতিবেশী বাবু আমার শ্যালিকাকে বাসার বাইরে ডেকে নেয়। এরপর পূর্ব পরিকল্পিতভাবে তাকে তুলে নিয়ে একটি নির্জন স্থানে বাবু, রাজিব ও নাজমুল সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ওই রাতে তাকে উদ্ধার করার পর স্থানীয় মেম্বর শাহ পরান ভূঁইয়া অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চালান। তবে তার প্রস্তাব আমরা মানিনি। এদিকে এলাকায় নির্যাতনের ঘটনাটি ছড়িয়ে পড়লে নির্যাতনের শিকার হওয়া তার শ্যালিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কাজিরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থল ও পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে অপর একটি টিম হিজলা উপজেলা হাসপাতালে পরিদর্শন করেছেন। কিন্তু নির্যাতনের শিকার নারীর জ্ঞান না ফেরায় তার জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। তবে জবানবন্দি নিতে একটি টিম হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক জানান, ওই নববধূর সঙ্গে প্রতিবেশী এক যুবকের বিয়ে বহির্ভূত সম্পর্ক রয়েছে। রবিবার রাতে নববধূ তার কথিত প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে। স্থানীয় ওয়ার্ড মেম্বর ওই ঘটনায় শালিস বসিয়েছিলেন। তারপরও এ বিষয়ে অধিকতর তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Top