নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ স্কুল বাহরাইনের নিজস্ব ভূমিতে নতুন ভবনের জায়গা পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
বাংলাদেশ স্কুল বাহরাইনের নিজস্ব ভূমিতে নতুন ভবন নির্মাণের জায়গা পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার দেশটির আলী শহরে স্থানীয় সময় বিকেল ৩টায় পরিদর্শন জান পররাষ্ট্রমন্ত্রী, এসময় বাংলাদেশ স্কুল বাহরাইনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বাংলাদেশ স্কুল বাহরাইনের বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান মুইজ চৌধুরী সহ কমিউনিটির নেতৃবৃন্দ।
সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার এম নুরুন নবী এবং স্কুলের সাবেক চেয়ারম্যান শাফকাত আনোয়ার বাহরাইন রাজার অফিসে জমির জন্য একটি আবেদন করেন, প্রায় এক বছর ধরে ঘনিষ্ঠভাবে সমন্বিত প্রচেষ্টার ফলস্বরূপ, বাংলাদেশ স্কুল বাহরাইন অবশেষে মে ২০০৫ সালে আ'লীতে একটি প্রধান প্লটে ছয় বিঘা জমির একটি প্লট বরাদ্দ করেন দেশটির রাজা। স্কুল টির নতুন ভবন নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চল্লিশ কোটি টাকা ও বরাদ্দ হয়।
বাংলাদেশ স্কুল বাহরাইনের বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান মুইজ চৌধুরী বলেন, বাংলাদেশ স্কুল টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হবে- যার নামকরণ করা হবে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষী স্কুল" আগামী কিছুদিনের মধ্যে স্কুল ভবনের কাজ চালু হবে, আশাকরছি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী বাহরাইন সফরে আসলে কাজ উদ্বোধন করবেন। এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনদের সহায়তার ও বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত টাকা আসলে নতুন ভবন নির্মাণের কাজ সমাপ্ত করতে পারবো
এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম, দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন, বাংলাদেশ স্কুল বাহরাইনের বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান মুইজ চৌধুরী, প্রিন্সিপাল অরুন নায়ার, সিআইপি শফিউদ্দিন, মো. কয়েছ আহমদ, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, আইনুল হক সহ অনেকেই।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com