নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রব্বানীর স্মরণে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ স্কুল বাহরাইন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫ টায় বাংলাদেশ স্কুল প্রাঙ্গণে
পবিএ কোরআর তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মো. মুইজ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোছাদ্দেক হোসেনের পরিচালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম,
বিশেষ অতিথি ছিলেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান, তৃতীয় সচিব তাছির উদ্দিন,
আরো উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অরণ নায়ার, ইঞ্জিনিয়ার মো. গেয়াস উদ্দিন, মো. সফিউদ্দিন, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, বাংলাদেশ স্কুল বাহরাইনের শিক্ষক শিক্ষিকা,
স্কুল পরিচালনা পরিষদের সদস্য সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ
ও সাংবাদিক বৃন্দ এবং বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।আলোচনা শেষে জাতি, মুসলিম উম্মাহের সমৃদ্ধি ও মরহুম গোলাম রব্বানীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com