বাজেটে সাধারণ মানুষের কোন উন্নয়ন নাই : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নতুন বাজেটে সাধারণ মানুষের উন্নয়নের কোনো জায়গা নেই। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় এ কথা তিনি বলেন।
ফখরুল বলেন, বাজেট নিয়ে পত্র-পত্রিকায় যেটা দেখেছেন, তা থেকে বোঝা যাচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক কোনো উন্নয়নের কোনো জায়গা নেই।
তিনি বলেন, সরকার উন্নয়ন নিয়ে বড় বড় কথা বলেন এই উন্নয়ন কাদের। দেশ শাসকদের পকেট বোঝাই হচ্ছে আর সাধারণ মানুষ গরিব থেকে গরিব হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, বিরোধীদলের ওপর এক দশক ধরে নির্যাতন হচ্ছে। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে তার দলের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। পাঁচশরও উপরে নেতাকর্মী গুম হয়েছেন, ইলিয়াস আলীসহ হাজারো নেতাকর্মী খুন হয়েছেন, মৃত্যুবরণ করেছেন।
ভার্চুয়াল আলোচনায় অন্যান্যের মধে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com