আজ || রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


বাসে করে ৫০ হাজার পিস ইয়াবা নিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার সময় র‌্যাবের হাতে গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি :

বাসে করে ৫০ হাজার পিস ইয়াবা নিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার সময় র‌্যাবের হাতে গ্রেফতার

কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। বুধবার (১২ আগস্ট) ভোর রাতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকায় জামাল শাহ্ হোটেলের সামনে ‘লন্ডন’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন।

উদ্ধার ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা বলে তিনি জানান।

আটক আসামির নাম মো. তানভীর (৩৬)। তানভীর কক্সবাজার জেলার উত্তর রোমালিয়াছড়া এলাকার বাসিন্দা মো. মফিদুল আলমের ছেলে।

মাহমুদুল হাসান মামুন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার হতে ‘লন্ডন’ পরিবহনের একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকায় জামাল শাহ্ হোটেলের সামনে সড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা ‘লন্ডন’ পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়৷ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে এসময় তানভীরকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর জানিয়েছে, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি এবং উদ্ধার ইয়াবা নগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।


Top