বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক।
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস এবং বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদাহ এর সাথে আজ (১৪ অক্টোবর) সাক্ষাৎ করেন। উক্ত সাক্ষাতকালে তিনি বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রবাস-বান্ধব নানামুখী কার্যক্রমের জন্য মাননীয় মন্ত্রী নওয়াফকে ধন্যবাদ প্রদান করেন। বিশেষকরে বাহরাইনে দীর্ঘদিন ধরে ভিসা বিহীন বাংলাদেশী মুয়াজ্জিন ও তাদের পরিবারের সদস্যদের পুনরায় ভিসা প্রদানের অনুমতি দেয়ায় তিনি দূতাবাসের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানান।
উক্ত বৈঠকে বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন। এ প্রেক্ষিতে চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রবাসী বাংলাদেশীদের অনুকূলে আইনগত বিভিন্ন প্রক্রিয়া অধিকতর সহজতর করা, বাংলাদেশীদের জন্য ভিসা পুনরায় খোলে দেয়াসহ দুইদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। মাননীয় মন্ত্রী আলোচ্য বিষয়সমূহ দ্রুত সমধানে উদ্যেগ গ্রহণ করবেন মর্মে তিনি আন্তরিকতার সাথে আশ্বস্ত করেন। এ বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com