বাহরাইন প্রতিনিধি :
বাহরাইনে আওয়ামীলীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
২৫ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ সমাজের কার্যালয়ে সংগঠনের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে
ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাহিদের সঞ্চালনায়,
সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ আলা উদ্দিন নুর,
প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হাশেম,
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা আক্তার হোসেন (কাঁচা মিয়া),
সহ সভাপতি সেলিম চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক কালাম দেওয়ান, প্রচার সম্পাদক
মো.জামাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সায়েম আহম্মদ লিটন ও যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ সহ সংগঠনের নেতৃবৃন্দ,
বক্তারা আরও বলেন, একুশের পথ ধরেই এ দেশে স্বাধীনতা এসেছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ভাষার ওপর, সংস্কৃতির ওপর আঘাত করা হয়।
সেই ষড়যন্ত্রটা পাকিস্তানি শাসকেরা আমাদের ওপর করেছিল। বাংলাদেশ শিগগিরই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে। উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য যত রকমের শর্ত রয়েছে, তার সবই শেখ হাসিনার সরকার পূর্ণ করেছে।
সভা শেষে সকল শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com