বিশেষ প্রতিবেদক:
বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন "আল কাদির রিয়েল এস্টেট এন্ড ডকুমেন্ট ক্লিয়ারেন্স" এর নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধা ৭ টায় দেশটির রাজধানী মানামা গুদাবিয়া এলাকায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন নূর, মো. শাহজালাল, আইনুল হক, মো. হায়াতুল্লাহ মল্লিক, মাজহারুল হক নয়ন, ফুয়াদ তাহের শান্তনু, মো. কয়েছ আহমেদ, শাহ মোহাম্মদ আব্দুল হক, মো. সেলিম রেজা, মিজানুর রহমান, আবুল বাশার, রুবেল মাহমুদ, নজরুল ইসলাম নাহিদ, নজির আহমেদ সহ বাহরাইনে অবস্থানরত সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ,
এসময় উপস্থিত সবাই নতুন এইব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। "আল কাদির রিয়েল এস্টেট এন্ড ডকুমেন্ট ক্লিয়ারেন্স" এর স্বত্বাধিকারী আব্দুল কাদির মজুমদার আগত অতিথি সহ বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।
আগত অতিথিরা জানান বিদেশের মাটিতে বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে; যা বৈদেশিক কর্মসংস্থানে ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছে, পরিশেষে দোয়া মাহফিল ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com