আজ || মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ       ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটুনি, ৬ দিনপর আহত যুবকের মৃত্যু       যে কোন মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে-ফেনীর সোনাগাজীতে জনসভায় তারেক রহমান    
 


বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দেশটির হেমালা শহরের সামী আল জিয়ানী মসজিদে স্থানীয় সময় রাত ৪ টায় পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিল শুরু করা হয়।

এসময় জামে ইউসুফ সামী আল জিয়ানী মসজিদের ইমাম ও খতিব, শায়েখ আল-আমিন বিন ইলিয়াসের পরিচালনায়।

প্রধান অতিথি হিসাবে কুরান ও হাদিস থেকে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক স্কলার ,শায়খুল হাদিস, শায়েখ ড. আব্দুর রহমান কাওছার।

বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন, সালামাবাদ মসজিদের ইমাম ও খতিব, আল্লামা শায়েখ সালাউদ্দিন নদভী।

সামী আল জিয়ানী মসজিদের প্রতিষ্ঠাতা, শায়েখ ইউসুফ, এসময় আরো উপস্থিত ছিলেন,

বুড়ি মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ বাশির আহমেদ,

বাংলাদেশ স্কুল বাহরাইনের শিক্ষক মোছাদ্দেকুল ইসলাম এবং ধর্মপ্রান মুসল্লীবৃন্দ।

এসময় যারা নিয়োমিত ক্লাসে অংশগ্রহন করেন এবং নির্দিষ্ট পরিমান কুরান হিফজ করেছেন তাদেরকে পুরস্কার দেয়া হয়।

প্রধান অতিথী তার বক্তব্যে কুরআন শিখার গুরুত্ব ও ফযিলত বর্ননা করেন এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ইসলামের সঠিক বিধিনিষেধ মেনে চলার উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি রমাদানের ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 


Top