মো.স্বপন মজুমদার:
বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দেশটির হেমালা শহরের সামী আল জিয়ানী মসজিদে স্থানীয় সময় রাত ৪ টায় পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিল শুরু করা হয়।
এসময় জামে ইউসুফ সামী আল জিয়ানী মসজিদের ইমাম ও খতিব, শায়েখ আল-আমিন বিন ইলিয়াসের পরিচালনায়।
প্রধান অতিথি হিসাবে কুরান ও হাদিস থেকে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক স্কলার ,শায়খুল হাদিস, শায়েখ ড. আব্দুর রহমান কাওছার।
বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন, সালামাবাদ মসজিদের ইমাম ও খতিব, আল্লামা শায়েখ সালাউদ্দিন নদভী।
সামী আল জিয়ানী মসজিদের প্রতিষ্ঠাতা, শায়েখ ইউসুফ, এসময় আরো উপস্থিত ছিলেন,
বুড়ি মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ বাশির আহমেদ,
বাংলাদেশ স্কুল বাহরাইনের শিক্ষক মোছাদ্দেকুল ইসলাম এবং ধর্মপ্রান মুসল্লীবৃন্দ।
এসময় যারা নিয়োমিত ক্লাসে অংশগ্রহন করেন এবং নির্দিষ্ট পরিমান কুরান হিফজ করেছেন তাদেরকে পুরস্কার দেয়া হয়।
প্রধান অতিথী তার বক্তব্যে কুরআন শিখার গুরুত্ব ও ফযিলত বর্ননা করেন এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ইসলামের সঠিক বিধিনিষেধ মেনে চলার উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি রমাদানের ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।