নিজস্ব প্রতিবেদক:
বাহরাইনে বৈধ বা অবৈধ ভাবে কোনো প্রবাসী মারা গেলে সরকারি খরচেই বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লাশ বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।
শুক্রবার দেশটির রাজধানী মানামা রেডিসন ব্লু হোটেলে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের অনুষ্ঠানে এই কথা জানান মন্ত্রী।
অনুষ্ঠেনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েসের সভাপতিত্বে ও শ্রম সচিব মাহফুজুর রহমানের পরিচালনায়,পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.আহমেদ মুনিরুছ ছালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক মো. হামিদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম।
এসময় মন্ত্রী বাহরাইন প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ করেন, নতুন নিয়মে এখন থেকে বৈধ পথে দেশে রেমিট্যান্স
পাঠালে মোট ৫ শতাংশ প্রণোদনা পাওয়া যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, দূতাবাসের প্রথম সচিব ইলিয়াছুর রহমান, তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বাংলাদেশ কমিউনিটির নেতারা।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com