মো. স্বপন মজুমদার:
বাহরাইনে দাওরায়ে তাফসীরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চলবে পুরো রমজান মাস ধরে।
শনিবার দেশটির ইসা টাউন এলাকায় জুবায়ের বিন আওয়াম মসজিদে তারাবীর নামাজের পর কালামে মাজিদের সূরেলা তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়
ধারাবাহিক দাওরায়ে তাফসির যা পুরো রমজান মাস কোরআনের ব্যাখ্যা ও শিক্ষা বিশ্লেষণের মাধ্যমে মানুষ ও ঐশ্বরিক বাণীর সম্পর্ক বৃদ্ধির প্রচেষ্টা চলবে।
কোরআন এসেছে মানুষের জীবন ও চিন্তাভাবনাকে নতুন করে সাজাতে এই স্লোগানে প্রতি রমজান মাসে সারে সাত পারা করে কুরআনের তেলায়াত, বাংলা সরল তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হয়ে থাকে এবং চার বছরে পবিত্র কুরআনের পরিপূর্ণ তাফসীর শেষ হয়।
দেশটির ৩টি শহরে, মানামা, ইসা টাউন, ও হামাদ টাউন মাস ব্যাপী চলবে এর আয়োজন। ঈশা টাউনে তাফসীর করেন মাওলানা হাসান আল বান্না।তেলাওয়াত করেন হাফেজ শাহ আলম, অনুবাদক করেন কাজী রোমান।
এসময় উপস্থিত ছিলেন, ঈসা টাউন জোন তাফসীর মাহফিলের সভাপতি মুহাম্মদ সেলিম,, ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ, খায়রুল বাশার,গিয়াসউদ্দিন মিয়াজি এবং জয়নাল আবেদীন সহ অনেকে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com