মো.স্বপন মজুমদার:
বাহরাইনে দেশীয় সংস্কৃতিতে বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা! বিয়ে একটি পারিবারিক বন্ধন।
বিয়ের মাধ্যমে দুই হাত এক করে নেয়া হয় সারাজীবন একসঙ্গে চলার শপথ। জীবিকার তাগিদে প্রবাসীরা আত্মীয় পরিজন ছেড়ে একপ্রকার নির্বাসিত জীবন যাপন করে।
প্রচলিত সমাজ, সংসারের বাইরে নতুন একটি সমাজ গড়ে উঠে প্রবাসীদের।
দেশে থাকলে একটি আঞ্চলিক গন্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকতো যাদের জীবন প্রবাসে এসে বৃহৎ কলেবরে সেটা নতুন এক আনন্দ সৃষ্টি করে প্রবাসীদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে দেশে গিয়ে বিয়ে দেয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে।
অনেক সময় আবার সন্তানেরা ও চায়না দেশে বিয়ে করতে । বাস্তবতার কারনে বিদেশের মাটিতেই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে হয়।
অতি সম্প্রতি এরকম একটি বিয়ের অনুষ্ঠান হয়ে গেলো বাহরাইন প্রবাসী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আতাকরা গ্রামের বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশ বিসনেস ফোরাম বাহরাইনের কোষাধ্যক্ষ মো. নোমান উদ্দিন মনির এর ছেলে মেহেদী উদ্দিন
ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নোয়া পাড়া সৌদি আরবের প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেনের মেয়ে আয়েশা আক্তার নিপুর বিয়ে অনুষ্ঠিত হয়।
বিয়েতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস।
বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইজ চৌধুরী,
বাংলাদেশ বিসনেস ফোরামের সভাপতি আইনুল হক,
বাংলাদেশ বিসনেস ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন,
মিজানুর রহমান, সহ ব্যবসায়ী, চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার,
সাংবাদিক সহ বাহরাইনস্থ বাংলাদেশী কমিউনিটির সামাজিক রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং
সৌদি আরবের অনেক বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক নেতা কর্মীদের পদচারনায় আনন্দঘন পরিবেশে বৃহস্পতিবার দেশটির সানাবিস মারমারিজ হলে (১২ সেপ্টেম্বর) বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নব দম্পতি সুখে থাকবে তাদের ভালো দাম্পত্য হবে সেই কামনা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা!
এসময় বাংলাদেশ বিসনেস ফোরাম বাহরাইনের কোষাধ্যক্ষ মো. নোমান উদ্দিন মনির অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য আগত সকল অতিথি ও বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ কে বাংলাদেশ বিসনেস ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com