নিজস্ব প্রতিবেদক :
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশের বাইরে প্রবাসেও হিন্দু ধর্মালম্বীদের এই আয়োজন বেশ বড় পরিসরে দেখা যায়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে দেশটির হামালায় রুমি সুইমিংপুলের হলরুমে অস্থায়ী পূজামণ্ডপে আয়োজন করা হয় শারদীয় দূর্গা উৎসবের।
শনিবার ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবে প্রতিদিনই আয়োজন করা হয় বিশেষ পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিদিন সন্ধ্যার পর মণ্ডপে ভিড় করছেন বাংলাদেশিরা।
মঙ্গলবার পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করতে আসেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় রাষ্ট্রদূত উপস্থিত সকলকে শুভেচ্ছা দেয়ার পাশাপাশি বলেন পূজার বিশেষত্ব হলো সার্বজনীনতা, বাঙালি সংস্কৃতির মিলনমেলা। ধর্ম যার যার কিন্তু উৎসব সবার।
দেশটিতে ববসারত সকল ধর্মের মানুষকে শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার নেতৃবৃন্দ।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com