আজ || শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


বাহরাইনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম ও শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী পালিত

বাহরাইন প্রতিনিধি :

বাহরাইনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম ও শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী পালিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী ও জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী উদযাপন করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মো: রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়।

 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী সমূহ পাঠ করা হয়। রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ও শেখ কামালের উল্লেখযোগ্য ও অসামান্য অবদানের কথা সশ্রদ্ধে স্মরণ করেন।

রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম বর্তমান প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া চর্চা ও দেশের জন্য আত্মত্যাগে আরো অনুপ্রাণিত হতে তাঁদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

দোয়া ও মোনাজাতের পর এ দিবস দুটিকে উপলক্ষ করে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

 


Top