নিজস্ব প্রতিবেদক :
বাহরাইনে বাংলাদেশীদের ভিসা সংক্রান্ত জটিলতা ও বাংলাদেশ এয়ারপোর্টে ভোগান্তি নিরসনে বাহরাইনে বসবাসরত বাংলাদেশীদের সাথে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মমিন। এ সময় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী ।
বাহরাইনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮ টায় দেশটির রাজধানী মানামা ক্রাউন্স প্লাজা অডিটরিয়ামে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়,
এই সময় ভিসা সংক্রান্ত জটিলতা,এয়ারপোর্টে হয়রানি বন্ধ, পাসপোর্টের বয়স সংশোধনে জটিলতা নিরসন, বন্দরে কার্গো মালামাল দ্রুত খালাস করা সহ বিভিন্ন প্রশ্ন উথ্যাপন করেন। বাংলাদেশ কমিউনিটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার,ব্যবসায়ী,সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্টরমন্ত্রী ড. এ কে এম আব্দুল মমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মাশফি বিন শামস সচিব (পূর্ব) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা।
এই সময় মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন বাহরাইনে বাংলাদেশীরা কিছু সংখ্যক অবৈধ অভিবাসী থাকায় তাদের বৈধ হওয়ার আহ্বান জানান, এবং পাসপোর্টের বয়স সংশোধনে বিষয়ে এন আই ডির সাথে মিল রেখে সংশোধন করা হবে বলে জানান, এয়ারপোর্ট লাগেজ ও বন্দরে কার্গো মালামাল নিয়ে ভোগান্তির সমাধানের আশ্বাস দেন।
এসময় মন্ত্রী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা খবর প্রচারিত হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, ভবিষ্যতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন, দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন, সহ বিদেশী কূটনৈতিক, ব্যবসায়ী চাকরিজীবী ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সহ বাহরাইনস্থ বাংলাদেশী কমিউনিটির সামাজিক রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com