বিশেষ প্রতিবেদক:
বাহরাইন প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় রকমারি মানসম্পন্ন সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু খাবারের স্বাদ দিতে বাংলাদেশি মালিকানাধীন ফেনী রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮ টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, বাংলাদেশ বিসনেস ফোরামের সভাপতি আইনুল হক, বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার সাবেক সভাপতি আলাউদ্দিন নুর, মো. শাহ জালাল,
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক কামাল আহমেদ, নোমান উদ্দিন মনির, মুজিবুর রহমান, মিজানুর রহমান, হাজী ফজলুল করিম সহ বাহরাইনে অবস্থানরত সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।
এসময় উপস্থিত সবাই নতুন এইব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। ফেনী রেস্টুরেন্টের পরিচালক হাজী ফজলুল করিম এসময় আগত অতিথি সহ বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।
ফেনী রেস্টুরেন্টে অভিজ্ঞ দেশীয় বাবুর্চির পরিবেশনায় রসনা বিলাসী দেশীয় স্বাদের সকল খাবার দাবার, কাচ্চি বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, দেশি পিঠা পুলি, নাস্তাসহ নানান আইটেমের মিষ্টান্ন সামগ্রী পাওয়া যাবে।
আগত অতিথিরা জানান বিদেশের মাটিতে বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে; যা বৈদেশিক কর্মসংস্থানে ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছে।
পরিশেষে দোয়া মাহফিল ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com