মো. স্বপন মজুমদার:
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।
রবিবার (২৬ মার্চ) দেশটির রাজধানী মানামায় স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতাদের নিয়ে
বাহরাইনে নবনিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার,
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির পূর্ণ কার্যক্রম শুরু করেন।
দিনটি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায়
রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্ঠা ও পররাষ্ট্র উপদেষ্ঠার বাণী পাঠ করেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস,
দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান
এবং দূতাবাসের তৃতীয় সচিব মামুনুর রশীদ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির নেতারা।
আলোচনা শেষে জাতি, মুসলিম উম্মাহের সমৃদ্ধি ও বাঙালির স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।