নিজস্ব প্রতিবেদক:
বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দেশটির রাজধানী মানামা ওরিয়েন্টাল প্যালেস হোটেলে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়,
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. আক্তারুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেনের সঞ্চালনায়,
প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক পৃষ্ঠপোষক মো. আবুল বাসার, গ্রেস্ট অফ অনার ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল গণি মজুমদার, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,
প্রধান বক্তা ছিলেন মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন মো. আমিনুল ইসলাম, মো. নুরে আলম, মো. আবুল হোসেন ভুঁইয়া, এস ডি আবুল হাসেম, মো. হাবিবুর রহমান বুলবুল, মো. সোহেল আহমেদ, মো. শহিদুল ইসলাম সরকার, মো. সফিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. আবুল হোসেন, মো. এখলাছ উদ্দিন, মো. আকবর আলী, মো. নওশাদ আলী, মো. আলাউদ্দিন গাজী, মো. সুমন সাকিল, মো. শরিফুল ইসলাম, মো. আব্দুল আলীম, মো. মাসুদ আহমেদ, হাজী মোহাম্মদ ইউনুস সহ সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, ১৯৭৫ সালের ৭ ই নভেম্বর এর মত ঐক্যেবদ্ধ আন্দোলন না করলে দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে দেওয়ার অঙ্গীকারবদ্ধ।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com