নিজস্ব প্রতিবেদক
"বিডি ফুডসের সামগ্রী দেশ প্রেমের রেসিপি"
এই স্লোগান কে সামনে রেখে "বিডি ফুডস" গত জানুয়ারি থেকে মধ্যেপ্রাচ্যাের দেশ বাহরাইন প্রবাসীদের হাতের নিকটে ।
*Unic International Business Group ( UIBG)*
বিডি ফুডসের ডিসট্রিবিটরের বাহরাইন দক্ষ জনশক্তি গড়ার লক্ষে এর এমডি ও উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল হান্নানের পরিচালনায়
(১ আগস্ট) সোমবার বিডি ফুডসের নিজস্ব হল রুমে মাসিক সেলস টিমের আলোচনা শুরু হয়।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান তিনি বলেন বাংলাদেশি পন্য আমদানিতে দেশের অর্থনীতিকে শক্তিশালী ও রেমিট্যান্স বৃদ্ধিতে যে ভূমিকা রাখছে।
তা দক্ষ হাতে প্রত্যেক প্রবাসীদের নিকট পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে সকল সেলসটিমের সদস্য বৃন্দু কে।
বিডি ফুডেসের পন্য মান ও গুনে অনেক এগিয়ে থাকায় বাহরাইন প্রবাসীদের মনে স্থান করে নিয়েছেন।
সবসময় বিডি ফুডসের পন্যের এই মান ও গুন এগিয়ে থাকবে।
আগামীতে ও দক্ষ জনশক্তি গঠনে ও বাংলাদেশের সুনাম অর্জনে যেকোনো ভুমিকা রাখতে কোম্পানির প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন এসটি আই মিডিয়ার সেলস এক্সিকিউটিভ আবদুল হালিম ফয়সাল এবং বিডি ফুডসের ম্যানাজার মোহাম্মদ আইয়ুব সহ সেলস টিমের সকল সদস্য বৃন্দ।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com