আজ || বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


বাহরাইনে বৃহত্তর বরিশাল জনকল্যান সমিতি ও আইজান কন্ট্রাক্টিং এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

বাহরাইনে বৃহত্তর বরিশাল জনকল্যান সমিতি ও আইজান কন্ট্রাক্টিং এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


প্রবাসের ক্লান্তিময় জীবনে কিছুটা প্রশান্তি আনার লক্ষে বাহরাইনে বৃহত্তর বরিশাল জনকল্যান সমিতি ও আইজান কন্ট্রাক্টিং এর উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

প্রিতি ফুটবল ম্যাচ অনুুষ্ঠানে বৃহত্তর জনকল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহা মো. আব্দুল হকের সার্বিক তত্ত্বাবধানে, সিরাজুল ইসলাম চুন্নুর পরিচালনায়।

প্রধান অতিথি ছিলেন : বাহরাইন বাংলাদেশ দূতাবাসে প্রথম শ্রম সচিব মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি মো: শাহাজালাল, যুবলীগ সভাপতি মজিবুর রহমান। মোহাম্মদ দুলাল তালুকদার, শুভঙ্কর দাস, পলাশ হালদার সহ অনেকেই।

প্রীতি ফুটবল ম্যাচে বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি ২ ও আইজান বিল্ডিং কন্ট্রাক্টিং ২ গোলে লেখা ড্র হয়। রেফারির সিদ্ধান্ত মতে উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

শেষে আগত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক,

সামাজিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক, সংগঠনের নেতৃবৃন্দ, নারী ও শিশুসহ বিপুল সংখ্যক প্রবাসী এই প্রীতি ফুটবল খেলা উপভোগ করেন।


Top