বাহরাইন প্রতিনিধি :
বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। গুরুতর আহত অপর একজন প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈদের ছুটিতে গুরতে ৩ জন প্রবাসী দেশটির জল্লাখ যান। জল্লাখ থেকে রাজধানী মানামা ফিরার পথে অপর একটি কার এর সাথে মূখামূখি সংঘর্ষ হয়। এবং ঘটনাস্থলে ৩ জন মারা যান।
নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে।তারা হলেন শরিয়তপুর জাজিরা উপজেলার দক্ষিণ ডবলদিয়া কাজি কান্দি গ্রামের মুজিবুর রহমান মাতব্বরের ছেলে সুজন মাতব্বর,অপরজন ব্রাম্মনবাড়িয়ার কসবা উপজেলার মান্দিরপুর গ্রামের রাকিব উদ্দীনের ছেলে কে এম রুহুল রাব্বি, একজনের অপরিচয় এখনও পাওয়া যায় নি।
গুরুতর আহত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর বাজারের জিতু বকুলের ছেলে মো. রুবেল কে দেশটির বি, ডি, এফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী তিন বাংলাদেশীর মরদেহ উদ্ধার করে সালমানিয়া হাসপাতালের মর্গে রেখেছেন।
বাংলাদেশ দূতাবাস নিহত তিন বাংলাদেশীর মরদেহ দেশে পাঠানোর জন্য সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com