নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন নাঈম শাখার উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সার্বিক সহযোগিতায় (৫ম বর্ষ) শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী পূজায় দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত এ পূজা আয়োজন করে যাচ্ছেন সনাতনী প্রবাসীরা। বোধন-অধিবাস, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, ও আরতির মধ্য দিয়ে শুরু হয় বাংলা ভাষাভাষী সকল সনাতনীদের প্রধান এই ধর্মীয় মহোৎসবটি।
দেশটির হামালায় রুমি সুইমিংপুলের হলরুমে (১ অক্টোবর) রাত ৯টায় স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়,
বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন বাহরাইন নাঈম শাখার উদ্যোগে ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সার্বিক সহযোগিতায় ৫ বছর ধরে বাহরাইনে এ পূজার আয়োজন করে আসছেন, পূজার আয়োজনের জন্য পূজা কমিটিকে সহায়তা করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো,
আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অভিনাশ পাল, পূজা কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার যিশু,
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূত্রধর, পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবু দুলাল দাশ, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদার,
হিন্দু মহাজোটের সহ সভাপতি মানিক দাশ, বিশ্বজিত দও, রনজিত সরকার, জহরলাল দাস, অজয় দাশ,
গৌরহরি দে, সুবীর দও, অসীমপাল,আশিষ দে, রতন ধর, দিপু দেব, এছাড়াও উপস্থিত ছিলেন বাসু দেব,
উজ্জল, দিপক, সাজন, সঞ্জয়, সংকর, শান্ত, নকুল সূএধর সহ সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও মহাষষ্ঠীর পূজার মাধ্যমে, ৫দিন ব্যাপী পূজার শুভ সূচনা করা হয়,
পূজার পুরহিত্ব করেন শ্রী রাজীব চক্রবর্তী ও শ্রী প্রদীপ ভট্রাচার্য, বাহরাইন সরকারের নির্দেশ অনুযায়ী সকল বিধি মেনে, ভক্তগণ মায়ের চরণে পূস্পাঞ্জলি প্রদান করেন ও মহাপ্রসাদ গ্রহন করেন,
এসময় বাহরাইন প্রবাসীরা দেশের পূজাকে স্বপ্ন পূরণের মধ্য দিয়ে প্রবাসের মাটিতে পূজা করতে পেরে সবাই আনন্দিত।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com