আজ || বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীর মহিপালে ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী       বাহরাইনে “NEW AL RIYAZ GENERAL TRADING” এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন       বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে বিহার-ওড়িশাও রেহাই পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়       জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের       সাংবাদিক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ       এডিবি’র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা       ফেনীর দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ       ফেনীর দাগনভূঞায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা       জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান    
 


বাহরাইনে “NEW AL RIYAZ GENERAL TRADING” এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান “NEW AL RIYAZ GENERAL TRADING” এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস কমিউনিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ।

বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের সাধারণ সম্পাদক মো. সুমন প্রধান। আরো উপস্থিত ছিলেন মো. আল আমিন, মো.ইসমাইল, আমির হোসেন, আলম, মোহাম্মদ সিরাজ, সাহাবুদ্দিন খান সহ বাহরাইনে অবস্থানরত সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ। এসময় উপস্থিত সকলেই নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

“NEW AL RIYAZ GENERAL TRADING” এর
স্বত্বাধিকারী মোঃ রিয়াজ খান, আগত অতিথি সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।

আগত অতিথিরা জানান বিদেশের মাটিতে বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে, যা বৈদেশিক কর্মসংস্থানে ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছে। পরিশেষে দোয়া মাহফিল ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।


Top