বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার নবগঠিত অবৈধ কেন্দ্রীয় কমিটি বিপুল পরিমাণে অর্থ বাণিজ্যর মাধ্যমে একপেশে আওয়ামী ঘরনাদের দিয়ে পকেট কমিটিকে প্রতাখান করে সংবাদ সম্মেলন করেন দলীয় নেতা কর্মীরা।
রবিবার ১৬ মার্চ-২০২৫ ইং তারিখে দেশটির রাজধানী মানামায় পাঁচ তারকা বিশিষ্ট বাহরাইন ইনটারনেশনাল হোটেলে ভি আই পি কনফারেন্স হল রোমে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সদ্য ঘোষিত অবৈধ কমিটির বিভিন্ন অনিয়ম,দুর্নীতি ও অর্থ বাণিজ্যের বিষয় লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
যথাক্রমে লিখিত বক্তব্য পাঠ করেন: দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো: আক্তারুজ্জামান মিয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল গণি মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসিন চৌধুরী রিপন, সাবেক সম্মানিত সদস্য মোঃ মাসুদ আলম।
মুল বক্তব্য পাঠ করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেনে।
বেপক দুর্নীতি,অনিয়ম, অসাংগঠনিক ভাবে এবং বিপুল পরিমাণে অর্থ বাণিজ্যর মাধ্যমে এই অবৈধ কমিটি সৌদি আরব থেকে রাতের অন্ধকারে “জুম মিটিংয়ের মাধ্যমে প্রকাশ করেন বাহরাইন সিনিয়র নেত্রীবৃন্দের মতামতের উপেক্ষা করে
বিএনপি’র মিডেল ইষ্টের দায়িত্ব থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ঘোষণা করেন।
অর্থের বিনিময়ে ঘোষিত এই অবৈধ কমিটিতে সম্পূর্ণ ভাবে ফ্যাসিস্ট আওয়ামী দালাল এবং দোসরদেরকে সকল গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে পুনর্বাসন করা হয়েছে।
বিগত ১৬ বছরের ত্যাগিদের বাদ দিয়ে।
উপস্থিত সকল সাংবাদিক বৃন্দের সামনে তাদের আওয়ামী আমলের সকল সচিত্র তথ্য চিত্র উপস্থাপন করা হয়।
বাহরাইন বিএনপি’র সকল ত্যাগী নেতাকর্মী বৃন্দ ঐক্যবদ্ধ ভাবে একএিত হয়ে এই অর্থ বাণিজ্যের বিনিময়ে ঘোষিত কমিটি অতিদ্রুত বিলুপ্তি করে সকলের নিকট একটি গ্রহনযোগ্য কমিটি গঠন করার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মাননীয় বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর জরুরী হস্তখেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে নেত্রীবৃন্দরা আরো বলেন, গঠনতন্ত্রের তোয়াক্কা না করে সংগঠনের সিনিয়র ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটির নামে ‘পকেট কমিটি’ গঠন করছে যেখানে স্বজন প্রতি, একটি কোম্পানি বৃত্তিক ও একটি বিশেষ জেলা কেন্দ্রীক কমিটি প্রকাশ পায়,৮০% পদ পাওয়া নেতাকর্মীদের পরিচয় নিশ্চিত করা যায় নি,বিগত সময়ে কোন বি এন পির মিটিং মিছিলে তাদেরকে দেখা যায় নি। অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক ও অবৈধ, এই কমিটি বাতিল করে গণতান্ত্রিক, গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ সবার অংশগ্রহণে কমিটি করার দাবি জানাচ্ছি।
নেতৃবৃন্দরা আরো বলেন, এ কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে আবেদন জানাই। আপনি আমাদের নেতাকর্মীদের অতীত ত্যাগ, শ্রম ও মেধার মূল্যায়ন করে বাহরাইন বিএনপি’র কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত প্রদান করে আমাদেরকে আমৃত্যু এ দলের কর্মী হিসেবে জনগণের পাশে থাকার সুযোগ প্রদান করবেন।
এবং পাশাপাশি উচ্চ পর্যায়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব সাহেব এর বিরুদ্ধে সাংগঠনিক আইনি পদক্ষেপ গ্রহনের জন্য আবেদন জানানো হয়।
এ সময় বাহরাইনে অবস্থানরত বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।