আজ || রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ       ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটুনি, ৬ দিনপর আহত যুবকের মৃত্যু    
 


বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.কে.এম. মহিউদ্দিন কায়েস বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা(CEO) নিবরাছ মুহাম্মদ আলী ত্বালিবের সাথে গত বুধবার (৯ অক্টোবর) তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। উক্ত বৈঠকের শুরুতেই চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রবাসী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে এলএমআরএ গূরত্বপূর্ণ ভূমিকা রাখায় CEOকে দূতাবাসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একইসাথে CEO নিবরাছ মুহাম্মদ LMRA কে সাথে নিয়ে দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন।তিনি বলেন, এসব সচেতনতামূলক কার্যক্রমের ফলে অনিয়মিত শ্রমিকদের সংখ্যা হ্রাস পেয়েছে এবং দূতাবাসের কাছ থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে বাংলাদেশী কর্মীরা উপকৃত হয়েছে।

চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশী কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সমূহ LMRA-এর প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করেন। বিশেষ করে কর্মীদের দেশে ছুটিতে থাকা অবস্থায় ভিসা বাতিল, সিআর বাতিল করণের ফলে ঐ সিআর এর আওতাধীন কর্মীদের ভিসা বাতিল, কর্মীদের সুরক্ষায় নুন্যতম মজুরী নির্ধারণ এবং LMRA এর New Registration System এর আওতায় নিবন্ধনকৃত কর্মীদের মৃতদেহ দেশে পাঠানোতে সংশ্লিষ্টতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কর্মীদের পক্ষে সমাধানে LMRA এর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া বাংলাদেশ হতে বাহরাইনে নতুন কর্মী আনায়নের বিষয়টি আন্তরিকভাবে বিবেচনার জন্যও অনুরোধ করেন। উপর্যুক্ত বিষয়সমূহের ইতিবাচক সমাধানে LMRA এর প্রধান নির্বাহী কর্মকর্তা তার চেষ্টা অব্যাহত রাখবেন মর্মে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আশ্বস্ত করেন।এ বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।


Top