ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণ করছে পুলিশ। রোববার (২৮ মার্চ) সকাল পৌনে এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের এই গুলিবর্ষণ ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে।
জানা যায়, পুলিশ লাইন্সের সামনে হরতালের সমর্থনে ও আগেরদিন নিহত একজনের জানাজা আদায়ের জন্য মানুষজন জমায়েত হলে তাদেরকে দ্রুত ঘটনাস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সেখানে বাকবিতণ্ডায় জড়িয়ে পুলিশের সাথে জনতার সংঘর্ষ শুরু হয়।
পুরো এলাকা টিয়ারশেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। স্থানীয় জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসায় প্রচুর ছাত্র অবরুদ্ধ হয়ে আছে। তারা মাদ্রাসার ভেতরেই অবস্থান করছে।
পুলিশের সাথে স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে দেখা যাচ্ছে। তার ইটপাটকেল নিক্ষেপ করছে বিক্ষোভকারীদের ওপর।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com