মো.স্বপন মজুমদার
বিশ্ব পরিস্কার করো দিবসটি উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ সোসাইটির ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্ব পরিষ্কার করো দিবসটি উপলক্ষ্যে বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির প্রায় ৪০ জনেরও বেশি সেচ্ছাসেবক বাহিনী নিয়ে
( ১৮ সেপ্টেম্বর) দেশটির রাজধানী মানামা সহ বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা ও করোনায় জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট,মাইকিং সহ প্রচারণা করা হয়
কর্মসুচিতে সার্বিকভাবে সহযোগিতা করেন গভর্নর অফ ক্যাপিটাল গভর্নরেট হিশাম বিন আব্দুল রহমান বিন মোহাম্মদ আল খলিফা।
বাহরাইন কমিউনিটি পুলিশ,ক্লিন আপ বাহরাইন'এর উদ্যেক্তা জার্মান নাগরিক কাই মিইথিং এবং বাংলাদেশ দূতাবাস সহ কমিউনিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ সোসাইটির কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য ছিলো ময়লা আবর্জনা অপসারণ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও করোনা ভাইরাস বিষয়ক সচেতনতা মূলক মাইকিং
কম ক্ষতিকারক জীবাণুনাশক স্প্রে সহ লিফটলেট বিতরণ করেন।
এমন ব্যাতিক্রমি কার্যক্রম কে স্বাগত জানিয়ে কমিউনিটি নেতৃবৃন্দ বলেন এভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করতে ভুমিকা রাখবে।
কর্মসুচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি বাহরাইন এর সভাপতি ফুয়াদ তাহির ফুয়াদ তাহির শান্তুনু। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ আহমেদ।
সাংগঠনিক সম্পাদক আবুল বাশার।অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম নয়ন।সমাজ কল্যাণ সম্পাদক মোহন মিয়া মোমেন।
মেম্বার সেক্রেটারি আলতাফ মাহমুদ আকবর সহ সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগহন করেন।
অনুষ্ঠান টি সফলভাবে কার্যক্রম সমাপ্তি করায় বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com