আজ || বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


বৈধ প‌থে দেশে রে‌মিট্যা‌ন্স পাঠালে ৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা মিল‌বে

ডলার বাজারে অস্থিরতার মাঝে বাড়তি দরে ডলার কেনার সিদ্ধান্ত এসেছে। কোনো ব্যাংক চাইলে, কেনার সময়, প্রতি ডলারে ১১০ টাকার সঙ্গে আড়াই শতাংশ হারে প্রণোদনা দিতে পারবে। যা রোববার (২২ অক্টোবর) থেকেই কার্যকর হয়েছে। নতুন নিয়মে এখন বৈধ প‌থে দেশে রে‌মিট্যা‌ন্স পাঠালে ৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা মিল‌বে। প্রণোদনার অর্থ ব্যাংকের অন্য আয় থেকে সমন্বয় করতে হবে। তবে বিক্রির দর ১১০ টাকা ৫০ পয়সায় অপরিবর্তিত আছে।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) গত শুক্রবার যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়।

রেমিট্যান্স আকৃষ্ট করতে সরকার ২০১৯ সালে দুই শতাংশ প্রণোদনা চালু করে এবং পরে তা বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়। এখন ব্যাংকগুলো তাদের নিজস্ব কোষাগার থেকে অতিরিক্ত আড়াই শতাংশ পর্যন্ত প্রণোদনা দেবে। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে দাঁড়ায় ১৮.২০ বিলিয়ন বা এক হাজার আটশ’ ২০ কোটি মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২৪.৮০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি।

গেল বছরের ১১ সেপ্টেম্বর থেকে ডলারের দর নির্ধারণ করে আসছে, ব্যাংকগুলো। তবে কখনই কেনার চেয়ে বিক্রির মূল্য কম ছিল না। বিষয়টি নিয়ে ব্যাংকারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, এতে কিছু আমদানিকারক বাড়তি টাকা নেওয়ার বৈধতা পাবেন। এতে বিশেষ গোষ্ঠী সুবিধা পেতে পারে। যা কোনোভাবেই বাস্তব সম্মত নয়। এর মাধ্যমে ডলার বিক্রির আসল দর আড়াল করে আমদানিকারকদের থেকে বাড়তি টাকা নেওয়া বৈধতা পাবে বলে মনে করেন কেউ কেউ।


Top