ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হচ্ছে,সকল প্রকার যান চলাচল বন্ধ,বন্ধ রয়েছে দোকানপাট
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হচ্ছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে পরিবেশ। সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট। শহরের টিএরোডে অবস্থান নিয়েছে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্ররা।
বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে শনিবার গভীর রাতে শহর বাইপাস সড়কের বিরাশার মোড় থেকে ঘাটুরা মোড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে রাখা হয়। সন্ধ্যার পরই শহর অভ্যন্তরে যান চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম ও ঢাকায় মাদ্রাসা ছাত্রদের ওপর হামলার ঘটনায় শুক্রবার উত্তপ্ত হয়ে উঠে ব্রাহ্মণবাড়িয়া। মাদ্রাসার ছাত্ররা হামলা চালিয়ে ভাঙ্গচুর এবং অগ্নিসংযোগ সরকারি বিভিন্ন অফিসে।
আগুনে রেলস্টেশনের সবকিছু পুড়িয়ে দেয়া হয়। ভাঙচুর এবং আগুনে পুড়ানো হয় অর্ধশত সরকারী গাড়ি। এসব ঘটনায় দু’দিনে মারা যায় ৬ জন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com