অনলাইন ডেস্ক :
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য উড়াল দেওয়ার আগে (২৭ জুলাই) বিকেলে বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দুই ভাইয়ের মধ্যে নোয়াখালীর স্থানীয় রাজনীতির বিভিন্ন বিষয়ে আলোচনাও হয়।
নিজের ফেসবুক পেজে দুই ভাইয়ের সাক্ষাতের একটি ছবি পোস্ট করে মির্জা কাদের লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই, জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই। এ সময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়।’ এলাকার নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির দরজায় মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। আবদুল কাদের মির্জা বুধবার রাত ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিকিত্সার জন্য আমেরিকার উদ্দেশে যাত্রা শুরু করবেন। নিয়মিত চেকআপ করতে তিনি আমেরিকা যাচ্ছেন। আগামী ১২ আগস্ট চিকিৎসা শেষে তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে। আমেরিকাযাত্রায় তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ও আমেরিকাপ্রবাসী আইয়ুব আলী।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com