আজ || বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীর মহিপালে ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী       বাহরাইনে “NEW AL RIYAZ GENERAL TRADING” এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন       বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে বিহার-ওড়িশাও রেহাই পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়       জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের       সাংবাদিক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ       এডিবি’র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা       ফেনীর দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ       ফেনীর দাগনভূঞায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা       জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান    
 


ভুতুড়ে বিদ্যুৎ বিল প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারি চলাকালে মিটার রিডিং না দেখে অতিরিক্ত বিদ্যুৎ বিল করে গ্রাহকদের থেকে টাকা আদায় বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিইআরসি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকারকে একটি আইনি নোটিশে পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের সচিব, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ডিপিডিসি ও ডেসকোসহ সংশ্লিষ্টদের বিবাদীদের এ নোটিশ পাঠানো হয়।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেনের পক্ষে রবিবার (২৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে করোনার মধ্যে তিন মাসের অবৈধ বিল আদায় বন্ধ, ওই বিল বাতিল, মিটার রিডিং দেখে নতুন বিল তৈরি এবং বিলম্ব মাশুল না নিতে বলা হয়েছে। এছাড়া কী পরিমাণ বিল অতিরিক্ত প্রস্তুত করা হয়েছে/ গ্রাহকদের থেকে টাকা নেওয়া হয়েছে তা ওয়েবসাইটে প্রকাশ করতে এবং ভুতুড়ে বিল তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিইআরসি আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও নোটিশে অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে উল্লেখিত ৫ দিনের মধ্যে নোটিশ গ্রহীতাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 


Top