মো.স্বপন মজুমদার :
মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দেশটির আলী শহরে বাংলাদেশ স্কুলের মেলা প্রাঙ্গণে সংগঠনের সভাপতি বাবু দুলাল দাশ এর সভাপতিত্বে
ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরফাত এর পরিচালনায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা মো. রাজব আলী,
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ সভাপতি সৌরব বাহার,
মো. ইয়াকুব, রোকন মিয়া, মো. বাহার, রুপন দাশ, বাসুদেব ,
জন্টু সিল, মো. হোসেন, বাবুল আহমেদ, মো. আহসান এলাহী।
বিকাশ দা, সজিব, মো. স্বপন, মো. সেলিম,
বাহার মিয়া, মো. বাবু, মো. হাসান মিয়া, আজহার, রাসেল সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে বাবু দুলাল দাশ এসময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরন করেন ও তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
তিনি বলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে দেশের আপামর জনতা সেদিন মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিল।
সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য ও মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ
এবং মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।