মেহেদী হাসান, মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ার অনিয়মিত প্রবাসী শ্রমিকদের বৈধকরণের কার্যক্রম RTK.2-কে সামনে রেখে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট আবেদন কয়েকগুন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনার গোলাম সারোয়ার । ইদানিং দেখা যাচ্ছে একই ব্যক্তির ১টি পাসপোর্টের দীর্ঘ মেয়াদ থাকা সত্ত্বেও পুনরায় অল্প সময়ের ব্যবধানে ২/৩/৪ টি পর্যন্ত নতুন পাসপোর্টের আবেদন করেছেন। এছাড়াও বাংলাদেশের সকল পাসপোর্ট অফিস থেকে MRP ইস্যু বন্ধ থাকায় বাংলাদেশ থেকে অনেকে মালয়েশিয়ায় তাদের বন্ধু-বান্ধব বা অন্য কারও মাধ্যমে কুয়ালালামপুর হাই কমিশনে MRP পাসপোর্টের আবেদন জমা করছেন। ফলে সম্প্রতি কুয়ালালামপুর মিশনে পাসপোর্টের আবেদন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।
এক ব্যক্তির একাধিক বৈধ পাসপোর্ট রাখার প্রচেষ্টা আইন সম্মত নয়। তাই কুয়ালালামপুর হাইকমিশন থেকে আবেদনকৃত MRP পাসপোর্টসমুহ ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে ছাপানো বেশ কিছুদিন থেকে বন্ধ রাখা হয়েছিলো। তবে সেটা আমরা ঢাকার সাথে বিস্তারিত আলাপ-আলোচনার পর আবার পাসপোর্ট প্রিন্টিং শুরু হয়েছে। এসব নানাবিধ কারনে পাসপোর্ট প্রদানের গতি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছিলো। তাই মালয়েশিয়া প্রবাসী ভাইদের একই ব্যক্তি একাধিক পাসপোর্টের আবেদন না করার জন্য পুনরায় অনুরোধ জানান তিনি। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সমাজ সচেতন প্রবাসীদের এবং মিডিয়ার প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন হাইকমিশনার
তবে হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দিন-রাত কাজ করছেন। আশাকরি সকল চ্যালেঞ্জকে পিছনে ফেলে শীঘ্রই মালয়েশিয়া প্রবাসীরা আগের মতই দ্রুততার সাথে পাসপোর্ট পেয়ে যাবেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com