আজ || রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


মালয়েশিয়ায় নগরবাউলে মাতলেন প্রবাসী বাংলাদেশিরা

মেহেদী হাসান
মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল ও রকস্টার জেমস মেগা কনসার্ট -২০২৪অনুষ্ঠিত হয়েছে। মালয়শিয়ায় অবস্থানরত পিএইচডি স্কলার লিওরণা চৌধুরী স্থানীয় প্রতিষ্ঠান মিস্টার এস ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে এই মেগা কনসার্টের পরিচালনা এবং সঞ্চালিকা হিসেবে দায়িত্ব পালন করেন ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের সুঙ্গাই বেসি কেএল ব্যাস অডিটোরিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হয়।

মালয়শিয়ার লোকাল সিগায়ক ইউচা, মালয়েশিয়ান বেলিকা ড্যান্স গ্রুপ, বাংলাদেশি গায়ক আশিক, এবি তওহীদ, চন্দ্র অয়ন, ডিজে তওফিকসহ একঝাঁক তারকা সংগীত পরিবেশনা করেন।

চাইনিজ নববর্ষ উপলক্ষে মালয়েশিয়ায় প্রবাসীদের ছুটি থাকায় কনসার্টে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল।

প্রবাসী বাংলাদেশির পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের ভিসা কাউন্সিলর জিএম রাসেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান প্রবাসী বিজনেস কমিউনিটির পক্ষ থেকে আবুল কালাম আজাদ, রিশাদ বিন আব্দুল্লাহ ,শামীম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালয়শিয়ায় অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকবৃন্দ।

মেগা কনসার্টে সকল প্রবাসীদের উপস্থিতি ছিল এক খণ্ড বাংলাদেশের মতো। আর তাই অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করতে পেরে প্রবাসী বাংলাদেশি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন পিএইচডি স্কলার লিওরণা চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ডসিস্টেম, হাই রেজ্যুলেশন লাইটিং, এলইডি মনিটর ব্যবহার হয়। স্থানীয় শিল্পীদের নাচ,গান, ডিজে এবং নগর বাউল জেমসের গান মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিদের।


Top