মো.মেহেদী হাসান
মালয়েশিয়ায় যুবককে মারধরের ঘটনায় বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
সামাজিক যোগাযোগ মাধ্যমে মারামারি ভিডিও ভাইরাল হওয়ায় সন্দেহভাজন এক বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার জহুর প্রদেশের জালান তেব্রাউয়ের একটি হাইওয়েতে এক মালয়েশিয়ান যুবকের (৩৯) সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন ওই বাংলাদেশি যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন ৩৯ বছর বয়স্ক এ ব্যক্তিকে একটি লোহার রড দিয়ে আঘাত করেছে। এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান। পরে রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় সুলতানা আমিনাহ হাসপাতালে জরুরি ওয়ার্ডে পাঠায়। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
৩০ বছর বয়সী বাংলাদেশি যুবকের তথ্য যাদের কাছে আছে, তাদের ০৭-২১৮২৩২৩ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান জোহর বাহরু সেলাতান (জেবিএস) জেলা পুলিশ প্রধান এসিপি পাজলি মোহাম্মদ জাইন। মামলাটি দণ্ডবিধির ৩২৬ ধারায় তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com