বিশেষ প্রতিবেদক
মুরাদনগর টু ইলিয়টগঞ্জ সড়কের নেয়ামতকান্দি ব্রিজটির বেহাল দশা,যে কোন সময় বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ
কুমিল্লা জেলার মুরাদনপগর থানার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি ব্রিজিটির যেন দেখার কেউ নেই দির্ঘদিন মেরামত বিহীন ভাবে পরে আছে। মুরাদনগর থেকে ইলিয়টগন্জ যাতায়াতের প্রধান সড়কের নেয়ামতকান্দি ব্রিজটির অধিকাংশ জায়গাই সংস্কার বিহীন এবং স্টিলের পাতগুলো ফাকা হয়ে গেছে।ফলে যানবাহন চলাচলের সময় গাড়ির চাকা ফাদে পরে আটকে যায়। এই কারনে মাঝে মধ্যে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। এবং সাধারণ জনগণের ভিবিন্ন সময় ভোগান্তির সম্মক্ষীন হতে হয় বিশেষ করে মুরাদনগর- বি- বাড়িয়া -কোম্পানিগন্জ থেকে খুব দ্রত সময়ে ঢাকা পৌঁছনো যায় বলে মুরাদনগর ইলিয়টগন্জ সড়কটির গুরুত্ব বেড়ে যায় ব্যস্ততম এই সড়কটির বিশেষ করে মুরাদনগর থানায় বাখরাবাদ গ্যাস ফিল্ড ও কোম্পানিগন্জ বাজারের পরিবহনের বিরাট একটি ভূমিকা রাখতে পারে এই মুরাদনগর টু ইলিয়টগন্জ রাস্তাটি।
নেয়ামত কান্দির মৃত্যু ফাদ পাতা ব্রিজটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন গরে প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ চলাচল করে। দির্ঘদিন ধরে সংস্কার অথবা নতুন ব্রিজ নির্মাণ নাহলে। মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষিত গ্রাম হে শহর প্রকল্পটির বেঘাত ঘটবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাই বড় ধরনের দুর্ঘটনার আগেই যেন ব্রিজটি নতুন করে নির্মাণ অথবা সংস্কার করা হয় এলাকা বাসীর প্রানের দাবী হয়ে উঠেছে। কুমিল্লা ৩ মুরাদনগরের মাননীয় সংসদ জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং সড়ক মন্ত্রণালয় বিশেষ নজর দিবেন বলে এলাকায় বাসীর আশা
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com