আবদুল্লাহ আল মামুন:
আর্তমানবতার সেবায়, অসহায় মানুষের কল্যাণে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত 'দাগনভূঞা প্রবাসী ফোরাম' এর উদ্যোগে মৃত মোহাম্মদ সোহেলের অসহায় পরিবারকে নগদ ৮০ হাজার টাকা ও অসুস্থ মোহাম্মদ জাহাঙ্গীরের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
মৃত প্রবাসী মোহাম্মদ সোহেল উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের মুরাদ মিয়া বাড়ি ওরফে দৌলতখানের বাড়ির মৃত মাহবুব উল্যাহর ছেলে। তিনি গত ২৪ আগষ্ট ইউনাইটেড আরব আমিরাতে মৃত্যুবরণ করেন। তার তিন মেয়ে ও স্ত্রী রয়েছে। অসুস্থ মোহাম্মদ জাহাঙ্গীর উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের মধ্যম কেরোনিয়া এলাকার ফজল হকের ছেলে। তিনি দীর্ঘদিন জটিল রোগে ভুগছেন।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) বাদ আসর উপজেলার সদর ইউনিয়নের জগতপুর (৯নং ওয়ার্ড) এলাকায় অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দাগনভূঞা প্রবাসী ফোরামের স্থানীয় কমিটির সভাপতি আবু তৈয়ব পেয়ারের সভাপতিত্বে ও স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিহির মাহবুব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকের হোসেন, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ পিপল, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ মানিক, ফোরামের স্থানীয় প্রতিনিধি শিমুল পাটোয়ারী ও ফোরামের স্থানীয় সাংবাদিক প্রতিনিধি পাভেল রহমান প্রমুখ। এছাড়াও সাংবাদিক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রবাসীদের
কষ্টার্জিত অর্থ দিয়ে দাগনভূঞা উপজেলার গরীব,অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে দাগনভূঞা প্রবাসী ফোরাম। ফোরামের সংশ্লিষ্ট সকল প্রবাসীরা প্রশংসার দাবিদার।
স্বামী হারা স্ত্রী লিপি ও অসুস্থ জাহাঙ্গীর
এ আর্থিক সহায়তা পেয়ে দাগনভূঞা প্রবাসী ফোরামের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এ নিয়ে দাগনভূঞা প্রবাসী ফোরাম এর ১১১টি আবেদনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ১৮ লাখ ৬৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com