আজ || মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের       সাংবাদিক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ       এডিবি’র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা       ফেনীর দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ       ফেনীর দাগনভূঞায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা       জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা    
 


মো. মহসিন পারভেজ বাহরাইন আগমন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন- বিএমএসএফ

নিজস্ব প্রতিনিধি :

ডিভিসি নিউজ এর কুয়েত প্রতিনিধি মো. মহসিন পারভেজ বাহরাইন আগমন উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- (বিএমএসএফ) বাহরাইন শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শরিবার দেশটির রাজধানী মানামা কিউ রেষ্টুরেন্টে স্থানীয় সময় রাত ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে আশফাক আহমেদের পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সভাপতি মো স্বপন মজুমদার।

এই সময় উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের কুয়েত প্রতিনিধি: মো. মহসিন পারভেজ, যমুনা টেলিভিশন বাহরাইন প্রতিনিধি মো. স্বপন মজুমদার, ডিবিসি নিউজের বাহরাইন প্রতিনিধি নোমান ছিদ্দিকী, আইঅন টিভির বাহরাইন প্রতিনিধি আলী তালুকদার (মাহির) কিউ টিভির বাহরাইন প্রতিনিধি আশফাক আহমেদ, দৈনিক উচ্চকণ্ঠ বাহরাইন প্রতিনিধি মনিরুল ইসলাম।

এসময় ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন, বাংলা টিভির বাহরাইন প্রতিনিধি: সম্রাট নজরুল ইসলাম ছিদ্দিকী, নিউজ ২৪ এর বাহরাইন প্রতিনিধি: একরাম হোসেন টিটু, দৈনিক পূর্বকোণের বাহরাইন প্রতিনিধি: সুকান্ত দেব।

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


Top