আজ || বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানবিক ভাবে নির্যাতন

যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানবিক ভাবে
নির্যাতন

নওগাঁর মান্দায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানবিক ভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। গৃহবধূর বাবা আব্দুর রকিবের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে (৫ অক্টোবরে) পুলিশ মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যায়। তবে তার বাবা শাহজাহান ও মা গুলেছাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ গ্রামের পশ্চিম পাড়ায় এ নির্যাতনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,এই গৃহবধূ জাহিদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। এর আগে প্রথম স্ত্রীকেও বিয়ের পর নির্যাতন করে আদালতের মাধ্যমে এক বছর আগে তালাক দেয়। এর কিছুদিন পর এই তরুণীকে বিয়ে করে সে। তবে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নানান ভাবে নির্যাতন করতো জাহিদুল। বিশেষ করে গত তিনদিন থেকে জাহিদুল ও তার বাবা-মা মিলে ওই গৃহবধূকে নির্যাতন করতো।

ওই গৃহবধূ জানিয়েছেন,যৌতুকের দাবিতে জাহিদুল তার পিঠ, পশ্চাদ্দেশ ও দুই উরুতে ভয়াবহভাবে মারধর করে কালসিটে দাগ ফেলেছে। তার পুরো শরীরজুড়েই এমন ক্ষতচিহ্ন ও মারধরের আঘাত রয়েছে।

প্রতিবেশীরা জানান,জাহিদুলের বাড়ি একটু দূরে ফাঁকা জায়গায় হওয়ায় স্থানীয়রা তার মারধরের বিষয়টি আগে বুঝতে পারেননি। তবে গত তিন দিন ধরে ওই নারীর কান্নাকাটি শুনে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তার বাবাকে অবগত করেন।। পরে গৃহবধুর বাবা আব্দুর রকিব এর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী জাহিদুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন মেয়ের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্বশুর-শাশুড়িকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


Top