রাঙামাটির কাপ্তাই বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমনে ফেনী পাইলটের সাবেক শিক্ষার্থী নিহত
রাঙামাটির কাপ্তাই বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমনে অভিষেক পাল (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলার আসামবস্তী সড়কের কামিল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত অভিষেক লক্ষীপুরের রামগঞ্জ এলাকার সুধাংশু বিকাশ পালের ছেলে। তারা দীর্ঘদিন ফেনীর মাস্টার পাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন। অভিষেক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র। সে ২০১৬ সালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করছিলো।
নিহতের ভ্রমণসঙ্গী সোবহান উদয় জানান, বৃহস্পতিবার সকালে তারা ৬ পর্যটক কাপ্তাই প্রশান্তি পার্ক হতে সিএনজি অটোরিক্সা যোগে রাঙামাটির দিকে যাচ্ছিলেন। এসময় তারা আসামবস্তী সড়কের কামিল্যাছড়ি এলাকায় আসলে বন্য হাতির আক্রমণের শিকার হন। এক পর্যায়ে অভিষেক দৌড়ে পালানোর চেষ্টা করলে একটি হাতি তাকে পেছন থেকে পৃষ্ট করে। দ্রত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বন্য হাতির আক্রমনে অভিষেক পাল নিহতের ঘটনায় অভিষেকের পরিবারে শোকের মাতম চলছে। কাপ্তাই বেড়াতে যাওয়া পর্যটকদের মাঝে আতঙ্গ বিরাজ করছে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com