অনলাইন ডেস্ক :
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বিকেল ৩টা ৩৯ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া। বিকেল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এ সময় হাসপাতালের সামনে ভিড় করেন নেতা-কর্মীরা।
শায়রুল কবির খান বলেন, “ম্যাডামকে হাসপাতালে নেওয়ার আগে তার সঙ্গে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।”
এদিকে চেয়ারপারসনের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ভালো নয়। তিনি কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত রয়েছেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে আরও ছিলেন গৃহকর্মী ফাতেমা ও পরিবারের সদস্যরা।
গত ২৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com