অনলাইন ডেস্ক:
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কমপক্ষে ৪৪ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ৪৪টি ইউনিট।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের নির্দিষ্ট কারণ এখনও জানা সম্ভব হয়নি।
জানা যায়, বিস্ফোরণের ঘটনায় ভবনে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটি পাঠানো হয়েছে। সেখানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর ফরহাদ জানান, রোববার সন্ধার পরে আমরা আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে, ভয়াবহ বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি ভবন কেঁপে উঠে। ভেঙে যায় অনেক ভবনের গ্লাস। মানুষজন ভীত হয়ে রাস্তায় নেমে আসে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com