ডেস্ক রিপোর্ট
করোনার ২য় ঢেউয়ে সারাদেশে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। বিভিন্ন জেলা থেকে রাজধানীর হাসপাতালগুলোতে আসছে করোনা রোগী। এতে চাপ বাড়ছে হাসপাতালগুলোতে।
বিভিন্ন জেলা থেকে অ্যাম্বুলেন্সে রোগী এনে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি করছেন স্বজনরা। তাদের বেশিরভাগরই শ্বাসকষ্ট রয়েছে, লাগছে অক্সিজেন সাপোর্টও।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়লেও এখনও প্রায় ৩০টি শয্যা খালি রয়েছে।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭০৫টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ৩৪৬টি। তবে, ২০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি নেই। রাজধানীর আরেক করোনা বিশেষায়িত মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬৩টি শয্যা ফাঁকা রয়েছে। ২৪টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে মাত্র একটি শয্যা।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com