নিজস্ব প্রতিবেদক:
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মাদ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নব নির্বাচিত পূর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।
বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হল রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুরুতে রাষ্ট্রদূত বিজনেস ফোরামের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, দূতাবাস এবং বাংলাদেশ স্কুলের সহযোগিতায় একসাথে কাজ করার জন্য বিজনেস ফোরামের প্রতি আহবান জানান।
এসময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান, প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমান এবং তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন। বাংলাদেশ বিসনেস ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন পূর্নাঙ্গ কমিটি পরিচয় করিয়ে দেন এবং রাষ্ট্রদূতের কাছে কমিটির তালিকা হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি- আইনুল হক, সিনিয়র সহ- সভাপতি-আবুল বাসেত, সাধারণ সম্পাদক- মোহাম্মদ জসিমউদ্দিন,
মোহাম্মদ মকবুল আহমেদ, আক্তারুজ্জামান সরকার। সোহেল মিয়া, নোমান উদ্দিন মনির, আবদুল হান্নান, তোফাজ্জল হোসেন মুকুল, আল মারুফ, আবদুস সাত্তার, রফিকুল ইসলাম।
এবং দূতাবাসের সাথে বাংলাদেশী ব্যাবসায়িদের বিভিন্ন সমস্যা উপস্থপন করেন যেমন, বাহরাইনে বাংলাদেশীদের ভিসা চালু, বাহরাইনে বাংলাদেশী বিভিন্ন পন্যের বাজার সম্প্রসারণ এবং আমদানি রপ্তানি জটিলতা সহজিকরণ সহ বিভিন্ন ইসুতে রাষ্ট্রদূতকে সহযোগিতার জন্যে অনুরোধ করেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com